দেওয়া রইলো ৫০টি বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর ( Bengali Grammar MCQ Question Answer ) । বাংলা ব্যাকরণের এই প্রশ্নোত্তরগুলি বিভিন্ন ক্লাসের পরীক্ষা, প্রাইমারি TET ও অন্যান্য ক্ষেত্রে প্রস্তুতিতে সাহায্য করবে। Bangla Byakoron ।Bangla Byakaron | Bengali Grammar । এই পোস্টের নিচে এটির PDF ফাইল দেওয়া রিয়েছে। এই Bengali Grammar MCQ Questions and Answers PDF ফাইলটি তোমাদের অফলাইন পড়াশোনাতে সাহায্য করবে।
Also Check – সমার্থক শব্দ বা একার্থক শব্দ – বাংলা ব্যাকরণ – Samarthak Shobdo – PDF 1. ‘কোথা থেকে’ দিয়ে প্রশ্ন করলে পাবাে _______ কারক। (A) অপাদান
(B) করণ
(C) কর্তৃ
(D) কর্ম [spoiler title=”উত্তর ” ] (A) অপাদান
[/spoiler] 2. রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। এটি কি ধরণের ক্রিয়া? (A) সকর্মক
(B) অকর্মক
(C) অসমাপিকা
(D) সমাপিকা [spoiler title=”উত্তর ” ] (A) সকর্মক
[/spoiler] 3. কল্ কল্ – এটি কি ধরণের অব্যয়? (A) ভাববাচক
(B) ধ্বন্যাত্মক
(C) পদান্বয়ী
(D) সমুচ্চয়ী [spoiler title=”উত্তর ” ] (B) ধ্বন্যাত্মক
[/spoiler] 4. নিচের কোনটি ‘জল’ শব্দটির সমার্থক শব্দ নয়? (A) উদক
(B) বারি
(C) বারিধি
(D) নীর [spoiler title=”উত্তর ” ] (C) বারিধি
[/spoiler] 5. যে মরে না -বহুপদটির একপদীকরণ হােল – (A) মৃত্যুহীন
(B) দেবতা
(C) অমর
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) অমর
[/spoiler] Also Check – Bangla Samas PDF | বাংলা সমাস পিডিএফ – বাংলা ব্যাকরণ 6. জ কিংবা ঝ-এর পরে ম-র স্থানে – (A) জ্ঞ-হয়
(B) ঞ-হয়
(C) ন-হয়
(D) ণ-হয় [spoiler title=”উত্তর ” ] (B) ঞ-হয়
[/spoiler] 7. সে নিজেই কথা বলছে।—এটি কি ধরণের সর্বনাম। (A) সাফল্যবাচক
(B) আত্মবাচক
(C) নির্দেশক
(D) প্রশ্নবােধক [spoiler title=”উত্তর ” ] (B) আত্মবাচক
[/spoiler] 8. যেখানে কর্তা অন্যকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে বলে – (A) প্রযােজক কর্তা
(B) অনুক্ত কর্তা
(C) উক্ত কর্তা
(D) নিরপেক্ষ কর্তা [spoiler title=”উত্তর ” ] (A) প্রযােজক কর্তা
[/spoiler] 9. যে বর্ণ বা বর্ণসমষ্টি মূল শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, সেগুলিকে বলে – (A) কারক
(B) বিভক্তি
(C) সমাস
(D) প্রত্যয় [spoiler title=”উত্তর ” ] (B) বিভক্তি
[/spoiler] 10. দেশের বন্ধু = দেশবন্ধু – এটি কি ধরণের সমাস? (A) তৎপুরুষ সমাস
(B) কর্মধারয় সমাস
(C) দ্বিগু সমাস
(D) অব্যয়ীভাব সমাস [spoiler title=”উত্তর ” ] (A) তৎপুরুষ সমাস
[/spoiler] 11. নিচের কোন বানানটি ঠিক? (A) উদ্বেল
(B) উদেল
(C) উদ্দেল
(D) উদ্দ্বেল [spoiler title=”উত্তর ” ] (A) উদ্বেল
[/spoiler] 12. নিচের কোন বানানটি ভুল। (A) ব্যবসা
(B) আলস্য
(C) অভ্যস্থ
(D) ব্যর্থ [spoiler title=”উত্তর ” ] (C) অভ্যস্থ
[/spoiler] Also Check – সন্ধি-বিচ্ছেদ – স্বরসন্ধি – Sandhi Viched in Bengali 13. ‘ভার’ শব্দটির পদান্তর হােল – (A) ভারত্ব
(B) ভারীত্ব
(C) ভারী
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) ভারী
[/spoiler] 14. কর্তা যেখানে অপ্রধান অথচ কর্ম সম্পাদনে ভূমিকা গ্রহণ করে, তখন তাকে ______ কর্তা বলে। (A) প্রযােজক
(B) উক্ত
(C) অনুক্ত
(D) নিরপেক্ষ [spoiler title=”উত্তর ” ] (C) অনুক্ত
[/spoiler] 15. “প্রশ্নটির উত্তর বােঝানাে সহজ নয়”– বাক্যটি কি ধরণের? (A) না বাচক বাক্য
(B) হ্যাঁ বাচক বাক্য
(C) বিস্ময়সূচক বাক্য
(D) প্রশ্নবােধক বাক্য [spoiler title=”উত্তর ” ] (A) না বাচক বাক্য
[/spoiler] 16. তিনি পুজা করেন – এটি (A) নিত্য বর্তমান
(B) ঘটমান বর্তমান
(C) পুরাঘটিত বর্তমান
(D) ঐতিহাসিক বর্তমান [spoiler title=”উত্তর ” ] (A) নিত্য বর্তমান
[/spoiler] 17. পূর্ণ যে চন্দ্র = পূর্ণচন্দ্র -এটি কি ধরণের সমাস? (A) তৎপুরুষ সমাস
(B) বহুব্রীহি সমাস
(C) কর্মধারয় সমাস
(D) দ্বিগু সমাস [spoiler title=”উত্তর ” ] (C) কর্মধারয় সমাস
[/spoiler] 18. মালা গান গাইতেছিল _____ এটি (A) ঘটমান অতীত
(B) সাধারণ অতীত
(C) নিত্যবৃত্ত অতীত
(D) পুরাঘটিত অতীত [spoiler title=”উত্তর ” ] (A) ঘটমান অতীত
[/spoiler] 19. যে বিদেশে থাকে — বহুপদটির একপদীকরণ হােল – (A) বিদেশী
(B) পরদেশী
(C) প্রবাসী
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) প্রবাসী
[/spoiler] Also Check – ১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ 20. নিচের কোনটি ভুল- (A) হন + তব্য = হন্তব্য
(B) ধৃ + তব্য = ধর্তব্য
(C) শ্রু + তব্য = শ্রোতব্য
(D) ক + তব্য = কর্তব্য [spoiler title=”উত্তর ” ] (D) ক + তব্য = কর্তব্য
[/spoiler] 21. বিভক্তি এবং অনুসর্গ যােগে শব্দগঠনের ভঙ্গী বা বৈশিষ্ট্যকে কি বলে ? (A) ক্রিয়ারূপ
(B) শব্দরূপ
(C) ধাতুরূপ
(D) কর্তারূপ [spoiler title=”উত্তর ” ] (B) শব্দরূপ
[/spoiler] 22. নিমিত্ত – এটি কি ধরণের অব্যয় ? (A) পদান্বয়ী
(B) সমুচ্চয়ী
(C) অনন্বয়ী
(D) ধ্বন্যাত্মক [spoiler title=”উত্তর ” ] (A) পদান্বয়ী
[/spoiler] 23. ‘কী দ্বারা’ দিয়ে প্রশ্ন করলে পাবাে _____ কারক | (A) কর্তৃ
(B) অপাদান
(C) করণ
(D) কর্ম [spoiler title=”উত্তর ” ] (C) করণ
[/spoiler] 24. ‘অন্ধজনে দেহ আলাে’ —রেখাঙ্কিত পদে কোন কারক বর্তমান ? (A) অপাদান কারক
(B) সম্প্রদান কারক
(C) অধিকরণ কারক
(D) করণ কারক [spoiler title=”উত্তর ” ] (B) সম্প্রদান কারক
[/spoiler] 25. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দটির সমার্থক শব্দ নয়? (A) সলিল
(B) সাগর
(C) অর্ণব
(D) জলধি [spoiler title=”উত্তর ” ] (A) সলিল
[/spoiler] 26. নিচের কোন বানানটি ঠিক — (A) শশীভূষণ
(B) শশিভূষণ
(C) শশিভুষন
(D) শশিভূষণ [spoiler title=”উত্তর ” ] (B) শশিভূষণ
[/spoiler] 27. স্থির শব্দটির বিপরীতার্থক শব্দ কি হবে? (A) অস্থিরতা
(B) চঞ্চলতা
(C) অস্থির
(D) গতিময় [spoiler title=”উত্তর ” ] (C) অস্থির
[/spoiler] 28. ছবির সদৃশ = প্রতিচ্ছবি – এটি কি ধরণের সমাস? (A) বহুব্রীহি সমাস
(B) তৎপুরুষ সমাস
(C) অব্যয়ীভাব সমাস
(D) দ্বিগু সমাস [spoiler title=”উত্তর ” ] (C) অব্যয়ীভাব সমাস
[/spoiler] 29. ‘মােচন’ শব্দটির পদান্তর হােল- (A) মােচনীয়
(B) মুক্ত
(C) মােচনীয়তা
(D) মােচিত [spoiler title=”উত্তর ” ] (B) মুক্ত
[/spoiler] 30. অল্পপ্রাণ শব্দটির বিপরীতার্থক শব্দটি কি হবে? (A) গুরুপ্রাণ
(B) বেশিপ্রাণ
(C) স্বল্পপ্রাণ
(D) মহাপ্রাণ [spoiler title=”উত্তর ” ] (D) মহাপ্রাণ
[/spoiler] 31. অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ হােল – (A) শিক্ষিত
(B) উচ্চশিক্ষিত
(C) সাক্ষর
(D) নিরক্ষর [spoiler title=”উত্তর ” ] (A) শিক্ষিত
[/spoiler] 32. নিচের কোন দুটি বর্ণ অন্তঃস্থ বর্ণ? (A) প, ফ
(B) র, ল
(C) ব, ভ
(D) চ, ছ [spoiler title=”উত্তর ” ] (B) র, ল
[/spoiler] 33. ব্যক্তি বা পুরুষকে বােঝালে কোন সর্বনাম হয় ? (A) পুরুষবাচক
(B) আত্মবাচক
(C) প্রশ্নবােধক
(D) নির্দেশক [spoiler title=”উত্তর ” ] (A) পুরুষবাচক
[/spoiler] 34. কিংবা—এটি কি ধরণের অব্যয়? (A) সমুচ্চয়ী
(B) পদান্বয়ী
(C) অনন্বয়ী
(D) ধ্বন্যাত্মক [spoiler title=”উত্তর ” ] (A) সমুচ্চয়ী
[/spoiler] 35. “বুলবুলিতে ধান খেয়েছে”-রেখাঙ্কিত পদটির কারক হােল – (A) কর্মকারক
(B) কর্তৃকারক
(C) সম্প্রদান কারক
(D) করণ কারক [spoiler title=”উত্তর ” ] (B) কর্তৃকারক
[/spoiler] 36. ‘ত’ বর্গের পর ‘স’ থাকলে দুটো মিলে কি হয়? (A) চ্ছ
(B) ৎ
(C) স
(D) ত [spoiler title=”উত্তর ” ] (A) চ্ছ
[/spoiler] 37. “আমার কথা শােন”– এটি কি ধরণের বাক্য? (A) যৌগিক বাক্য
(B) জটিল বাক্য
(C) সরল বাক্য
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) সরল বাক্য
[/spoiler] 38. বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যান্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে __________ বলে। (A) সমাস
(B) কারক
(C) প্রত্যয়
(D) অব্যয় [spoiler title=”উত্তর ” ] (B) কারক
[/spoiler] 39. ‘মুগ্ধ’ শব্দটি পদান্তর হােল – (A) মুগ্ধতা
(B) মুগ্ধত্ব
(C) মােহ
(D) মােহত্ব [spoiler title=”উত্তর ” ] (C) মােহ
[/spoiler] 40. “উত্তর আমার অজানা”— এটি কি ধরণের বাক্য? (A) না বাচক
(B) বিস্ময়সূচক
(C) হ্যাঁ বাচক
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) হ্যাঁ বাচক
[/spoiler] 41. ত বা দ -এর পরে শ-থাকলে সন্ধির ক্ষেত্রে (A) চ-হয়
(B) ছ-হয়
(C) জ-হয়
(D) ঝ-হয়। [spoiler title=”উত্তর ” ] (B) ছ-হয়
[/spoiler] 42. নিচের কোনটি ‘চন্দ্র’ শব্দটির সমার্থক শব্দ নয়? (A) নিশাপতি
(B) শশধর
(C) কুবলয়
(D) চন্দ্রমা [spoiler title=”উত্তর ” ] (C) কুবলয়
[/spoiler] 43. ‘ট’ কিংবা ‘ঠ’ – এর আগে সবসময় _________ বসে | (A) শ
(B) ষ
(C) স
(D) ণ [spoiler title=”উত্তর ” ] (B) ষ
[/spoiler] 44. ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছিল। —এটি কি ধরণের ক্রিয়া? (A) সকর্মক
(B) অকর্মক
(C) সমাপিকা
(D) অসমাপিকা [spoiler title=”উত্তর ” ] (D) অসমাপিকা
[/spoiler] 45. অন্যপদের অর্থ প্রাধান্য পায় _______ সমাসে। (A) বহুব্রীহি
(B) অব্যয়ীভাব
(C) কর্মধারয়
(D) দ্বিগু [spoiler title=”উত্তর ” ] (A) বহুব্রীহি
[/spoiler] 46. অন্যের দ্বারা নির্ধারিত হয়ে বা প্রেরিত হয়ে যে কাজ করে, তাকে বলা হয় – (A) সাধন
(B) প্রযােজ্য
(C) সহযােগী
(D) নিরপেক্ষ [spoiler title=”উত্তর ” ] (B) প্রযােজ্য
[/spoiler] 47. কী দিয়ে প্রশ্ন করলে পাবাে ________ কারক। (A) কর্ম
(B) সম্প্রদান
(C) অপাদান
(D) কর্তৃ [spoiler title=”উত্তর ” ] (A) কর্ম
[/spoiler] 48. নিচের কোনটি ভুল – (A) ভূ + ত + অ = ভূত
(B) বস্ + ত = বসত
(C) হন্ + ত = হত
(D) নম্ + ত = নত [spoiler title=”উত্তর ” ] (A) ভূ + ত + অ = ভূত
[/spoiler] 49. রাম বিদ্যালয়ে গিয়াছে এটি কোন বর্তমান কাল? (A) ঘটমান
(B) নিত্য
(C) পুরাঘুটিত
(D) ঐতিহাসিক [spoiler title=”উত্তর ” ] (C) পুরাঘুটিত
[/spoiler] 50. রাবণের পুত্র – এটির এককথায় প্রকাশ হােল – (A) ইন্দ্রজিৎ
(B) মেঘনাদ
(C) রাবণি
(D) কোনটি নয় [spoiler title=”উত্তর ” ] (C) রাবণি
[/spoiler]
To check our latest Posts - Click Here